শুধুই প্রতিশ্রুতি, কোন অর্থ পায়নি নেপাল

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ৯:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

nepalভূমিকম্পের এক সপ্তাহ পরেও বিদেশি দাতাদের প্রতিশ্রুতির কোনো অর্থ তারা পায়নি বলে জানিয়েছে নেপাল সরকার।

দেশটির অর্থমন্ত্রী রাম শরণ মাহাত বলেছেন, তারা হেলিকপ্টার আর ত্রাণ পেয়েছেন, কিন্তু টাকা নয়।

অর্থমন্ত্রী জানান, এখন জরুরি ভিত্তিতে আশ্রয় সরঞ্জাম আর অর্থপেডিক চিকিৎসকের পাশাপাশি নেপালের পুনর্গঠনের অন্তত ২০০ কোটি ডলার দরকার।

জাতিসংঘ নেপালের জন্য ৪১ কোটি ডলারের সাহায্যের আবেদন জানিয়েছে।

এদিকে নেপালে শনিবারের ভূকম্পে নিহতের সংখ্যা ৬২০০ ছাড়িয়ে গেছে। নিহতের সংখ্যা ১০,০০০-১৫০০০ হতে পারে বলে জানিয়েছেন নেপালের সেনাপ্রধান গৌরভ রানা।

প্রতিটি নিহতের পরিবারকে ১৪০০ ডলার বা প্রায় ১ লাখ ৯ হাজার টাকা সহায়তা দিচ্ছে নেপাল সরকার।

এদিকে ৭.৮ মাত্রার ওই ভূমিকম্পে নেপালের ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এবং ২০ লাখ মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। ভূমিকম্পের পর থেকে দেশটিতে এক হাজারের বেশি ইউরোপীয় নাগরিক নিখোঁজ রয়েছে।

তারা নেপালে পর্যটক হিসাবে এসেছিলেন, যাদের বেশিরভাগই ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি হিমালয় অঞ্চলে ট্রেকিং করছিলেন। তাদের অবস্থা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা না থাকলেও, তারা নিরাপদ রয়েছে বলেই কর্তৃপক্ষ আশা করছে।

সূত্র: বিবিসি, রয়টার্স, ভয়েস অব আমেরিকা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G