শুধুমাত্র শিশুদের জন্য ‘ইউটিউব ফর কিডস’
আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সোমবার ২৩শে ফেব্রুয়ারী ইউটিউব উন্মুক্ত করতে যাচ্ছে ‘ইউটিউব ফর কিডস’ নামের একটি অ্যাপ। ইউটিউবের মূল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ভিন্নভাবে শিশুদের জন্য বিভিন্ন কনটেন্ট সরবরাহ করবে এই অ্যাপ। প্রাথমিক অবস্থায় শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই ব্যবহার করা যাবে এই অ্যাপ।
অ্যাপটিতে টেক্সট সার্চের পাশাপাশি ভয়েস সার্চের ব্যবস্থাও থাকছে। অনেক শিশুই টাইপ করতে পারবে না বলে এতে ভয়েস সার্চ যুক্ত করা হয়েছে বলে জানায় ইউটিউব। শিশুদের জন্য উপযুক্ত নয়, এমন কোন কীওয়ার্ড ব্যবহার করে এই অ্যাপে ভিডিও সার্চ দেওয়া যাবে না।
গত বছরের মার্চে প্রথমবারের মতো ইউটিউবের এই অ্যাপের খবর প্রকাশিত হলেও ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয় গুগল।
প্রতিক্ষণ/এডি/জয়