শুরু হচ্ছে জি-সেভেন সম্মেলন

প্রকাশঃ জুন ৭, ২০১৫ সময়ঃ ২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

শুরু হচ্ছে জি-সেভেন সম্মেলনআজ শুরু হচ্ছে বিশ্বের শীর্ষ শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-সেভেনের সম্মেলন। জার্মানির আল্পসের বেভারিয়ানে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

বিশ্বের সাতটি ধনী দেশ আয়োজিত সম্মেলনে যোগ দেয়ার জন্য এরইমধ্যে দেশগুলোর নেতারা জার্মানি পৌঁছে গেছেন।

সম্মেলনটিকে পূর্ব ইউক্রেন নিয়ে বিরাজমান সংঘাত ইস্যুতে রাশিয়ার উপর কুটনৈতিক চাপ বহাল রাখার আলোচনার প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও ফিফার দুর্নীতি এবং গ্রিসের ঋন সংকট নিয়েও সম্মেলনে আলোচনা হবে।

ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার পরিপ্রেক্ষিতে জি-এইট গত বছর রাশিয়াকে জোট থেকে বাদ দেয়। এরপর এটি আগের মতো জি-সেভেন নাম ধারণ করে। উল্লেখ্য জি-সেভেনের সম্মেলন আগামী জুন পর্যন্ত চলবে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G