শুষ্ক হাত কোমল করার উপায়
প্রতিক্ষণ ডেস্ক
কোমল হাত সব মেয়েরই কাম্য। আমাদের এই ব্যস্তময় জীবনে হাত দুটোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বিশেষ করে সারাদিন কাজ শেষে গৃহিনীদের হাত দুটো হয়ে উঠে শুষ্ক এবং অসুন্দর। হওয়ারই কথা। সারাদিন যে তাকে করতে হয় অনেক কাজ। থালাবাসন ধোয়া, কাপড় ধোয়াসহ কত কাজ। আবার অনেকের হাত থাকে জন্মগতভাবেই শুষ্ক। তাই চলুন আজ জেনে নিই হাত শুষ্ক হওয়ার কিছু কারণ ও তার প্রতিকার।
শুষ্ক হওয়ার কারণঃ
সাবান: যারা সাবান বেশি পরিমাণে ব্যবহার করেন তাদের হাতের ত্বক শুষ্ক হয়ে যায়।
পানি: পানি দিয়ে বেশি কাজ করলে হাতের ত্বকের তেলের পরিমাণ কমে যায়। এতে হাত শুষ্ক হয়ে যায়।
শুষ্ক আবহাওয়া: শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। ফলে হাতের ত্বক শুষ্ক হয়ে পড়ে।
রাসায়নিক দ্রব্য: নিয়মিত রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করলে অথবা গৃহস্থলীর কাজে খুব বেশি পরিষ্কারক দ্রব্য ব্যবহার করলে হাত খসখসে হয়ে যায়।
কোমল করার উপায়ঃ
অলিভ অয়েল: অলিভ অয়েলের অ্যান্টিওক্সিডেন্ট ও হেলদি ফ্যাটি এসিড শুষ্ক হাতের জন্য উপকারী। এটি হাতের ত্বককে করবে নরম ও কোমল। প্রতিদিন ২বার অলিভ অয়েল গরম করে ৫-১০ মিনিট হাতে ম্যাসাজ করুন।
পেট্রোলিয়াম জেলি: পেট্রোলিয়াম জেলি শুষ্ক হাতের জন্য কার্যকরী একটি উপাদান। রাতে ঘুমানোর আগে হাত ধুয়ে শুকানোর পর পেট্রোলিয়াম জেলি লাগাবেন।
নারিকেল তেল: নারিকেল তেল ও অল্প লেবুর রস মিশিয়ে বোতলে রেখে দিন। আপনার কাজ শেষ হয়ে গেলে তেলের মিশ্রণটি হাতে লাগান। লেবুর রস হাত নরম করার সাথে হাতের দাগ দূর করতেও সাহায্য করে। নারিকেল তেলের ফ্যাট হাতের ত্বকের পুষ্টির যোগান দেয় ও আদ্রতা ফিরিয়ে আনে।
টিপস:
- যতটুকু সম্ভব সাবানের ব্যবহার কমিয়ে দিন এবং ব্যবহারের পরে খুব ভালো করে ধুয়ে ফেলুন।
- মুখের ন্যায় হাতের ত্বকও এক্সফলিয়েট করুন। এতে হাতের পুরনো ত্বক দূর হয়ে নতুন ত্বকের সৃষ্টি হয়।
- কটন ও লেদারের গ্লাভস ব্যবহার করুন। ভিনাইল গ্লাভস ব্যবহার করবেন না। কারণ এটি হাতকে আরো শুষ্ক করে দিবে।
- যাদের হাতের অবস্থা খুব বেশি খারাপ তারা রাতে অলিভ অয়েল, পেট্রোলিয়াম জেলি বা নারিকেল তেলের মিশ্রণটি লাগানোর পর হাতে সুতির গ্লাভস বা উলের মোজা পরে নিতে পারেন।
- অ্যালোভেরার রস হাতে লাগাতে পারেন।
প্রতিক্ষণ/এডি/এফটি