ক্রীড়া প্রতিবেদক
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উপলক্ষে গেমসের ১ম পর্বে আন্তঃউপজেলা প্রতিযোগিতা আগামী ২-১০ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গেমসটি সফলভাবে আয়োজনের উদ্দেশ্যকে সামনে রেখে সার্বিক পর্যবেক্ষণের জন্য বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.) কে আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট একটি বিভাগীয় মনিটরিং টীম ও ১৪ সদস্য বিশিষ্ট জেলা মনিটরিং টীম গঠন করা হয়েছে।
আজ ২৯ ডিসেম্বর মনোনীত প্রতিনিধিদের সাথে এক সমন্বয় সভা বিওএ বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গেমসের স্টিয়ারিং কমিটির সদস্য-সচিব আশিকুর রহমান মিকু, যুগ্ম সদস্য-সচিব ড. সিরাজউদ্দিন মোঃ আলমগীর এবং পর্যবেক্ষক কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত প্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।