শেখ হাসিনার জন্যই বর্তমান সংকট: খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
দেশের বর্তমান সংকটের জন্য অবৈধ সরকারের নেত্রী শেখ হাসিনাই দায়ী বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনবেগম খালেদা জিয়া।
শুক্রবার বিকেলে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশ আজ গভীর সংকটে।
এই সংকটে মূলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। আর নির্দিষ্ট করে বললে এই সংকটের মূলে শেখ হাসিনা।
তিনি বলেন, পঞ্চম সংশোধনীতে বলা হয়েছিলো- আরও দুটি নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু তারা (আ. লীগ) গায়ের জোরে একতরফা নির্বাচন করে গণতন্ত্রের নাম নিশানা মুছে দিয়েছে।
খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে সরকারের পক্ষে বলা হয়েছিল- সাংবিধানিক ধারা রক্ষায় এটি নিয়মতান্ত্রিক নির্বাচন। কিন্তু তারা একতরফা নির্বাচনে বিজয়ী হয়ে সেটি অস্বীকার করেছে।
তিনি বলেন, শেখ হাসিনার কথায় বিশ্বাস করে আমরা নতুন সরকার আসার পর কর্মসূচি দেইনি। কিন্তু আমাদের সে সিদ্ধান্ত যে ভুল ছিল, তা আমরা অচিরেই বুঝতে পেরেছি।
২০ দলীয় জোট নেত্রী বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সরকারের প্রচার যন্ত্র বানানো হয়েছে। মানুষের সব অধিকার তারা কেড়ে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বিরোধীদলকে ধমন করে তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন- ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা আবদুল করিম, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।
প্রতিক্ষণ /এডি/কামরুল