শেবাচিম কলেজ ৩ সপ্তাহ বন্ধ

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৪ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

serebangla medical collegeবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ৩ সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নতুন ভবন নির্মাণকালে পুরনো ভবনে ফাটল ধরায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কলেজ অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা মঙ্গলবার দুপুর ১টায় এ ঘোষণা দেন।

তিনি জানান, কলেজের ছাত্রী হোস্টেলের পাশে নতুন ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছে।

এতে করে পুরাতন ছাত্রী হোস্টেলে কম্পন ও দেয়ালে ফাটল দেখা দিলে ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় ছাত্রীরা তার কাছে বিষয়টি জানালে দুর্ঘটনা এড়াতে তিন সপ্তাহের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন।

হোস্টেলে থাকা সাড়ে তিনশ ছাত্রীকে সন্ধ্যায় হোস্টেল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/এনাম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G