শেমরক স্কুলের বিজয় দিবস উদযাপন

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১৯, ২০১৬ সময়ঃ ১২:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

আব্দুর রাকিব:

shemrok-school

বিজয় দিবসের ৪৫ বছর পূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ইংরেজি মাধ্যম স্কুল শেমরক সাউথ পার্ক আয়োজন করে শিশুকিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল প্রতিক্ষণ ডট কম।

সকাল থেকে স্কুল প্রাঙ্গণ মুখোরিত হয়ে উঠে শিশুদের কলকাকলিতে। আর চারদিকে লাল-সবুজের ছড়াছড়ি। শিশুদের উৎসাহেরও কমতি ছিল না। বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা বিজয়ের মুহূর্তটি নিয়ে ছবি আঁকার জন্য বেশ উদগ্রীব হয়ে ছিল।

shemrock

এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মূল বিষয় ছিল, ৭১’এর মুক্তিযুদ্ধ ও তার বিজয়। প্রতিযোগিতায় প্রায় ২০০ জন শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হওয়ার পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসকে কেন্দ্র করে আয়োজিত শিশুদের সাংস্কৃতিক পর্ব।

শিশুদের অংশগ্রহণে দেশাত্ববোধক গানের পর্বটি হয়ে উঠে বেশ প্রাণোচ্ছল। সাংস্কৃতিক পর্ব শেষে অনুষ্ঠানে আগত প্রধান অতিথি জাতীয় মানবাধিকার সংস্থার সদস্য এনামুল হক চৌধুরী বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্ষ্ট সেক্রেটারী অফ ইন্ডিয়ান হাই কমিশনার জিষ্ণু প্রসন্ন মুখার্জি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান ও পরিচালক মোর্শেদ চিশতি।

প্রধান অতিথি এনামুল হক চৌধুরী বলেন, ‘বিজয়ের এই উদযাপন আমাদের দেশাত্ববোধকে আরও বাড়িয়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। তোমরা দেশকে ভালবাসবে, দেশের জন্য কাজ করবে। তাহলেই আজকের এ বিজয়ের আনন্দ সার্থক হয়ে উঠবে’।

shemrock

বিশেষ অতিথি জিষ্ণু প্রসন্ন মুখার্জি বলেন, ‘বাংলাদেশকে স্বাধীন করতে এদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি গর্বিত আমার দেশও আপনাদের পাশে ছিল’।

অনুষ্ঠানে আগত কয়েকজন শিশু বলেন, ‘আমরাতো মক্তিযুদ্ধ দেখিনি তবে মুক্তিযোদ্ধাদের অনেক সাহসের কথা শুনেছি। আমাদের খুব ভালো লাগে, আমরা এমন দেশে জন্মাতে পেরেছি’।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিজয় দিবসের এ আনন্দানুভূতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পরুক এই আশাই প্রত্যাশা করেন অনুষ্ঠানে আগত সবাই।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G