শেষ হলো ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৭:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

‘ফিউচার ইজ 5হেয়ার’ স্লোগানে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি ভিত্তিক বর্ণাঢ্য সম্মেলন ও প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’এর পর্দা নামলো। বৃহস্পতিবার শেষ দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল নানা শ্রেণী-পেশার মানুষের উপচে পড়া ভিড়। তবে এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। দুপুরে হল অব ফেমে অনুষ্ঠিত আইটি ক্যারিয়ার সম্মেলনে ছিলো না তিল ধারণে ঠাঁই। নতুন স্বপ্ন নিয়ে বেসিস স্টুডেন্ট ফোরামের আয়োজনে ৪ ঘণ্টা ব্যাপী ‘আইটি ক্যারিয়ার : স্টেপিং ইন্টু দ্য ফিউচার’ শীর্ষক সম্মেলনে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা।

এবারের মেলায় প্রযুক্তির প্রতি বিশেষ আগ্রহ দেখা গেছে শারিরীক প্রতিবন্ধীদেরও।উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট হোম সল্যুশন নিয়ে মেলা প্রাঙ্গনের দ্বিতীয় তলায় সফটওয়্যার জোনে অ্যাপলম্বটেক বিডির স্টলে ছিল প্রযুক্তির ভবিষ্যত পৃথিবীর। সম্মেলন প্রাঙ্গনে মোবাইল ইনোভেশন জোনে বেশ আলোড়ন তৈরি করে ‘ডাক’ অ্যাপ। আপদকালীন সময়ে জরুরী সেবা দেয় ‘রুপম আইটি’র তৈরি এই অ্যাপ্লিকেশনটি। অ্যাপটি ইনস্টল করলে বিশেষ একটি বাটনে চাপ দিতেই বিপদের বার্তা চলে যাবে নিকটজনের কাছে। নানা আয়োজনে উদযাপিত সম্মেলন শেষ হয় তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা ব্যক্তি প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে। মোট ৫৮টি ক্যাটাগরিতে দেয়া হয় এই সম্মাননা।

এছাড়া শেষ দিনে অনুষ্ঠিত হয় মোট ১২টি সেমিনার। এর মধ্যে গ্রিন ভিউয়ে অনুষ্ঠিত হয় তথ্য নিরাপত্তা বিষয়ক ‘ইনফরমেশন সিকিউরিটি’ সেমিনার। দুপুর দুইটায়  একই ভ্যেনুতে অনুষ্ঠিত হয় ‘প্রসেস অ্যান্ড কোয়ালিটি প্রাক্টিস অ্যাডাপ্টেশন: প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনার।  বিকেলে ইথিক্যাল হ্যাকিং কনফারেন্স। একই সময়ে এটুআইয়ের আয়োজনে মিডিয়া বাজারে অনুষ্ঠিত হয় ‘প্রমোটিং পাবলিক সার্ভিস ইনোভেশন থ্রু দ্য ইনোভেশন ফান্ড’ শীর্ষক সেমিনার। এছাড়াও উইন্ডি টাউনে অনুষ্ঠিত হয় ‘আইসিটি ফর গুড গভর্নন্সে ইন ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ শীর্ষক সেমিনার।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G