যুক্তরাজ্যের বিরোধী নেতা কিয়ার স্টারমার সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছেন

প্রকাশঃ অক্টোবর ২১, ২০২২ সময়ঃ ৩:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৭ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর শ্রমিক দলের নেতা স্যার কিয়ার স্টারমার অবিলম্বে সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছেন। স্যার কিয়ার বলেছিলেন “টোরি পার্টি আরেকটি পরীক্ষা করতে পারে না”।

লিজ ট্রাস প্রধানমন্ত্রী পদ থেকে মাত্র ৪৫ দিন পর পদত্যাগ করলেন। নতুন সংকটের মধ্যে থাকা যুক্তরাজ্যে ২৮ অক্টোবরের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এ বছর এটি হবে দ্বিতীয় কনজারভেটিভ পার্টির নেতৃত্বের নির্বাচন। কিন্তু লিবারেল ডেমোক্র্যাট, এসএনপি এবং গ্রিন পার্টিও অবিলম্বে সাধারণ নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

অন্যদিকে এসএনপি ওয়েস্টমিনস্টার নেতা ইয়ান ব্ল্যাকফোর্ড এমপি বলেছেন, “টোরি সরকারের কেন্দ্রে সম্পূর্ণ বিশৃঙ্খলা আর চলতে পারে না”।

লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি বলেছেন: “সঙ্কট থেকে সংকটের দিকে আমাদের আর একটি রক্ষণশীল প্রধানমন্ত্রীর প্রয়োজন নেই, আমাদের একটি সাধারণ নির্বাচন দরকার। এখন রক্ষণশীল সংসদ সদস্যদের তাদের দেশপ্রেমিক দায়িত্ব পালন করা, দেশকে শীর্ষে রাখা।”

২০১৯ সালের নির্বাচনে রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর পরবর্তী সাধারণ নির্বাচন কমপক্ষে ২০২৪ সাল পর্যন্ত হওয়ার কথা নয়। মিসেস ট্রাস সেপ্টেম্বরে টোরি সদস্যপদ দ্বারা নির্বাচিত হন, কিন্তু তিনি একাধিক ইউ-টার্নের কারণে কর্তৃত্ব হারান।

ডাউনিং স্ট্রিটের বাইরে মিসেস ট্রাস সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, রক্ষণশীল পার্টি তাকে কর কমাতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ম্যান্ডেটের ভিত্তিতে নির্বাচিত করেছে। আমি স্বীকার করি যে আমি যে ম্যান্ডেটের ভিত্তিতে কনজারভেটিভ পার্টি নির্বাচিত হয়েছি তা আমি দিতে পারব না।”

মিসেস ট্রাস জানিয়েছেন, একজন নতুন কেউ আনুষ্ঠানিকভাবে পার্টির নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন।

তিনি পদ ছেড়ে দেবার ঘটনাটি ব্রিটিশ ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে লিপিবদ্ধ থাকবে।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G