সংলাপের পথ ধরে নির্বাচন চাই: ড. কামাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৮:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1420268302গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংলাপের মাধ্যমে এমন একটা নির্বাচন দরকার যেখানে দলমত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ থাকবে। ১৬ কোটি মানুষের সমর্থন থাকবে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে “দেশ ও শিক্ষার পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ডাক” শীর্ষক ঐক্যবন্ধ ছাত্র সমাজের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কমাল হোসেন বলেন, শুধু দুই দলের প্রধানের মধ্যে নয়, দেশের সকল থানা জেলাতে সধারণ মানুষকে নিয়ে সংলাপের মাধ্যমে গঠিত ঐক্যমত নিয়ে নির্বাচন করা যেতে পারে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, যারা বিভাজনের রাজনীতি করার জন্য নেমেছেন তারা দেশ ও জাতির শত্রু। তারা হীন স্বার্থেই এ বিভাজন তৈরী করছেন। কারণ তারা সংকীর্ন মনা। তারা জাতির অভিশাপ। মানুষ ঐক্য চায়, বিভাজন নয়। দেশ কোনো দলের না, জনগণের। এটাই সংবিধানের সবছেয়ে বড় কথা। এ নিয়ে বিতর্কের অবকাশ নেই।

ছাত্র নেতৃত্বের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। বর্তমান রাজনৈতিক সংকটে শুধু ছাত্রসমাজ নয়, সকল পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

ছাত্র সমাজের সভাপতি আজমর রুপুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আ স ম আব্দুর রব,নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদুর রহমান মান্না,ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনছুর, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী,ড. জাফরুল্লাহ,জগলুর হায়দার বাপ্পী,আমেনা মহসীন,সংগঠনের সাধারন সম্পাদক মুহাম্মদুল্লাহ মধু প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G