সংলাপের মাধ্যমেই সমাধান
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সংলাপের মাধ্যমেই দেশের চলমান সমস্যার সমাধান জরুরি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
রবিবার তোপখানা রোডে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মান্না এই মন্তব্য করেন।
মান্না বলেন, ‘হরতালের ভয়াবহতা সাধারণ মানুষের স্বাভাবিক জীবন তছনছ করে দিয়েছে। অগ্নিদগ্ধের আহাজারি আর রাষ্ট্রীয় সন্ত্রাসে মানুষ মারা যাচ্ছে যখন-তখন। ব্যবসা-বাণিজ্য-অর্থনীতি ধ্বংস হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে গভীর সংকট তৈরি হবে। এ জন্য সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান জরুরি।’
তিনি বলেন, ‘বিদেশিদের হস্তক্ষেপে সংলাপ হতে হবে- এটা নাগরিক ঐক্য মনে করে না। তবে তাদের এই মধ্যস্থতার যৌক্তিক কারণ থাকলে সেটা হতে পারে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের সময় পার্বত্য বিদ্রোহীদের সঙ্গে সংলাপে শান্তি চুক্তি হলে এখন কেন সংলাপ হবে না।’
মান্না অভিযোগ করেন, ৫ জানুয়ারির নির্বাচন বিশ্বে বাংলাদেশের ইমেজ নষ্ট করেছে। আন্তর্জাতিকভাবে বর্তমান পার্লামেন্টের কোনো মানই নেই।
মান্না আরো বলেন, ‘গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ হচ্ছে প্রচণ্ডভাবে। গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। তবে এত কিছুর পর যে গণমাধ্যম সাহসী ভূমিকা রাখতে পারছে, তা সত্যিই প্রশংসনীয়।’
মতবিনিময় সভায় শহিদুল্লা কায়সার, ইফতেখার আহমেদ বাবুসহ নাগরিক ঐক্যের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ /এডি/রিয়াজ