সংসদ ভোট চোর-ডাকাতের আস্তানা

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ১২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ অপরাহ্ণ

প্রবাসী প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khokaজাতীয় সংসদ এখন এখন ভোট চোর আর ডাকাতদের আস্তানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।

নিউইয়র্কের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘গণতন্ত্রের পুনরুদ্ধার ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আজহারুল হক মিলন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সোহরাব হোসেন।

তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর বর্তমান সংসদ ভোট চোর ও ডাকাতদের আস্তানা হয়েছে। অচিরেই এই আস্তানা গুঁড়িয়ে দিতে হবে। তা না হলে দেশের মানুষের শান্তি আসবে না।’

খোকা বলেন, ‘শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে র‌্যাবকে যেভাবে খুন-খারাবি শেখাচ্ছেন ভবিষ্যতে চাকরি হারালেও এরা একই কাজ করবে। কারণ তাদের এ খুনের নেশা সহজেই দূর হবে না।’

খোকা আরো বলেন, ‘শেখ হাসিনার সরকারকে একাত্তরের ইয়াহিয়া খানের ২৫ মার্চের সরকারের সঙ্গে তুলনা করা যায়। অর্থাৎ দখলদার সরকার। রাজনৈতিক দখলদারিত্ব রক্ষা করতে বিশেষ এলাকার পুলিশ বাহিনীকে দিয়ে দেখা মাত্র গুলি করার মতো কাজের নির্দেশ দেয়া হচ্ছে, যা একাত্তরে ইয়াহিয়া সরকার করেছিল। বর্তমানে বাংলাদেশে একই অবস্থা বিরাজ করছে।’

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু ২ দিন আগেও ১৪ ডিসেম্বর পর্যন্ত হানাদার বাহিনীর সদস্যরা ঢাকা থেকে বুদ্ধিজীবীদের ধরে ধরে রায়ের বাজারের বদ্ধভূমিতে হত্যা করেছিল। দেশের আশিভাগ এলাকা তখন হানাদারমুক্ত হয়েছিল। শুধু ঢাকাকে তারা নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। একই স্টাইলে ঢাকাকে নিয়ন্ত্রণে কাজ করেছেন শেখ হাসিনার সরকারও।’

এ প্রসঙ্গে তিনি প্রয়াত বিশিষ্ট সাংবাদিক ও কলামনিস্ট এবিএম মূসার একটি মন্তব্য উল্লেখ করে বলেন, ‘শেখ হাসিনা হলেন গণপ্রজাতন্ত্রী ঢাকা শহরের প্রধানমন্ত্রী। দেশের অন্য কোনো এলাকা তার নিয়ন্ত্রণে নেই। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যেও সেটার প্রমাণ পাওয়া গেছে। তিনি তার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদদের সাবধানে চলাচল করতে বলেছেন।

বিএনপিসহ ২০ দলীয় জোটের আন্দোলন শুরু হওয়ার পর ১৪ দলের মিটিং হয়েছে। সেখানে বলা হয়েছিল সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় গিয়ে শান্তি কমিটি গঠন করবে।

কিন্তু বিএনপির আন্দোলনের চাপের মুখে কোনো এমপি, মন্ত্রী সংসদ বা ঢাকার বাইরে যেতে পারছেন না। এর মানে এটাই যে, ঢাকার বাইরে ঠিকই আন্দোলন হচ্ছে। এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এমপি ও মন্ত্রীদের সতর্ক করে সাবধানে চলাচল করতে বলেছেন।’

প্রতিক্ষণ /এডি/নাজিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G