সঙ্কট উত্তরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলছে
নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
প্রবীণ আইজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের ১৬ কোটি মানুষের মতো আমরাও উদ্বিগ্ন।‘‘বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের সব মানুষেই চায় সুস্থ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক।’
শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শোক জানাতে গুলশান কার্যালয়ে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ড. কামাল বলেন, ‘ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানিয়েছি এবং শোক বইয়ে স্বাক্ষর করেছি। খালেদা জিয়ার সঙ্গে আমাদের কথা হয়েছে। ‘তবে এ সময় বেগম জিয়ার সঙ্গে রাজনৈতিক কোনো কথা হয়নি বলে জানান তিনি।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ড. কামাল গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন। বেশকিছু দিন ধরে বিএনপি চেয়ারপারসন সেখানেই অবস্থান করছেন। এ সময় ড. কামালের সঙ্গে ছিলেন গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু।
এর কিছুক্ষণ পরই খালেদা জিয়ার কার্যালয়ে যান মাহমুদুর রহমান মান্না, সুলতান মুহাম্মদ মনসুর। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেরিয়ে আসেন।
প্রতিক্ষণ /এডি/গুলনাহার