সচিবালয়ে চাকরির টাকা আত্মসাতকারিকে আটক
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় সচিবালয়ে আটক হলেন এক প্রতারক।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে তদবির করার সময় হাফেজ মাওলানা আব্দুল খালেক ছানুবী নামে ওই প্রতারককে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, সচিবালয়ের ছয় নম্বর ভবনের পদ্মা ক্যান্টিনে আব্দুল খালেকের কাছে টাকা ফেরত দেওয়া নিয়ে কথা বার্তা বলছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব হাসানুল ইসলামের গাড়ি চালক ফিরোজ আলম। এ সময় বিষয়টি নজরে আসে নিরাপত্তাকর্মী ও গোয়েন্দাদের।
কর্মকর্তারা জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার কথা বলে ফিরোজের ভাইকে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছেন আব্দুল খালেক। কিন্তু চাকরি তো হয়নি এমনকি টাকাও ফেরত দিচ্ছিলেন না তিনি।
জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল খালেককে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে কর্মকর্তারা জানান।
সচিবালয়ে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তা জাফর বলেন, নামের সঙ্গে মাওলানা থাকলেও আটক খালেক ‘প্রতিদিন বাংলাদেশ সংবাদ’ পত্রিকার সাংবাদিক এবং ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক হিসেবে নিজের পরিচয় দেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/রানা