সততা,ভদ্রতা,বিনয়কে ভুললে কি চলবে?
শারমিন আকতার:
শিক্ষাক্ষেত্রে যারা প্রথম-দ্বিতীয় হচ্ছে চাকরির দিক থেকে তারাই দেশের যোগ্য নাগরিক। কিন্তু বাস্তবতার কথা ভাবলে যোগ্য নাগরিক তাকেই বলা উচিত; যার মধ্যে সততা আছে, যার চরিত্র সত্যিই ফুলের মতো পবিত্র। কয়েকটি সার্টিফিকেট দিয়ে কি একজন মানুষের যোগ্যতা নির্ধারণ করা যায়? তাকে নির্দিধায় ভালো মানুষ বলা যায়? তাহলে ‘দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য’কথাটির আর প্রয়োজন হতো না।
কিছু মানুষ আছে যাদের প্রচলিত শিক্ষা নেই। অথচ তারাই সাদা মনের মানুষ বলে বিবেচিত হচ্ছে। আমেরিকার এক প্রবাসী বাঙালী ট্যাক্সিচালক এখন বাংলাদেশের গর্ব। সমগ্র পৃথিবীর মানুষ তার সততায় অবাক হয়ে গেছে। আমাদের দৃষ্টিতে হতে পারে সে একজন সামান্য ট্যাক্সিচালক কিন্তু এই মানুষটিই তার ট্যাক্সিতে ফেলে যাওয়া এক মহিলার কোটি টাকার হীরা ফিরিয়ে দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, তার কি একটুও লোভ হয়নি? এর উত্তরে সে উল্টো প্রশ্ন করল, ‘অন্যের জিনিসে তার কেন লোভ হবে?’
আমরা শুধু কাগজের প্রথমদিকে নিজেদের নামটা দেখতে চাই। সততা, সভ্যতা, ভদ্রতা, বিনয় নিয়ে চিন্তাই করি না। আর যারা করে পরিবর্তনটা সেই মুষ্টিমেয় মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাকিরা সেই অনার্য সভ্যতার চর্চায় করে চলেছে। তাই তাদের চোখে বিনয় মানে নেকামি, ভদ্রতা মানে বোকামি।
আমার কাছে যদি আলাদিনের চেরাগ থাকতো, তাহলে আমি মণিমুক্তা না চেয়ে মীনার মতো এদেশকে সুখী-সুন্দর দেখতে চাইতাম। কারণ আমি বিশ্বাস করি, এদেশ যদি ভালো থাকে, তাহলে আমিও ভালো থাকতে পারবো।
শিক্ষণীয়: # প্রত্যেককে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে। এজন্য তাকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই। দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না।
# দেশের সমস্যাকে নিজের সমস্যা মনে করতে হবে। কারণ আজ যা অন্যের সমস্যা; কাল তা আমার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
# মিডিয়ায় যারা আছে তাদের দায়িত্ব অনেক বেশি। কারণ তাদের তথ্যের উপর সাধারণ মানুষ নির্ভর করে থাকে। তাই তোষামদী কিংবা অতি জ্ঞানী ভাব না রেখে সঠিক তথ্যের জন্য অপেক্ষা করা।
# যারা বিনয় কী বোঝে না, ভদ্রতা কী জানেও না; তাদের কাছে বিনয় মানে নেকামী আর ভদ্রতা মানে বোকামী।
# সবার উচিত মণিমুক্তার কথা না ভেবে লোভ থেকে দূরে থাকা।
# মীনার মতো এদেশকে সুখী-সুন্দর দেশ হিসেবে তৈরি করার পরিকল্পনা করা।
# সময় এসেছে, এবার এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে। তা না হলে মরা-পঁচা-গলা লাশ হয়ে বেঁচে থাকতে হবে।
আগের পর্বের লিংকটি নিচে দেওয়া হল :
=======