সনি আনছে নতুন এন্ড্রয়েড ফোন ‘এক্সপেরিয়া ই৪

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

মিড-রেঞ্জ স্মার্টফোনুগসচ মার্কেটে নতুন প্রতিযোগী মোবাইল নিয়ে আসার ঘোষণা দিল সনি। কোম্পানিটি আজ এক্সপেরিয়া ই৪ মডেলের মধ্যম দামের একটি এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন।

স্টাইলিশ এই ডিভাইসে থাকছে ৫ ইঞ্চি (৯৬০ x ৫৪০পি) স্ক্রিন, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‍্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি।

সনি এক্সপেরিয়া ই৪ ফোনে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এর ২৩০০ এমএএইচ ব্যাটারি একবার ফুল-চার্জ করে ফোনটি ২ দিন ভালভাবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সনি। এছাড়া ‘স্ট্যামিনা’ ও ‘আল্ট্রা স্ট্যামিনা’ ব্যাটারি সেভিং মুড চালু করলে এই ব্যাকআপ টাইম আরও বৃদ্ধি পাবে।

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাজারে আসবে সনি এক্সপেরিয়া ই৪ হ্যান্ডেসেট। এটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। থাকবে ডুয়াল সিম ভার্সনও। তবে ফোনটির দাম কত হবে তা জানায়নি সনি।

 

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G