সন্তান জন্ম দেবে রোবট!

প্রকাশঃ আগস্ট ১৬, ২০১৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

robortরোবট জন্ম দেবে রোবট। কথাটি শুনে যে কারো ভ্রু কুঁচকে যেতে পারে। কিন্তু বাস্তবে এমন এক ‘মাদার রোবট’ তৈরি করেছেন প্রকৌশলীরা। ক্যামব্রিজ এবং জুরিখের একদল প্রকৌশলী ও বিজ্ঞানী মিলে তৈরি করা এই নতুন রোবটের ব্যাপারে এক গবেষণা নিবন্ধ সম্প্রতি প্রকাশিত হয়েছে পিএলওস ওয়ান নামের এক জার্নালে। খবর বিবিসি বাংলার।

প্রকৌশলীদের তৈরি এই নতুন রোবট ক্রমেই নিজেই নিজের বুদ্ধিমত্তা বাড়াতে পারে। পুরো গবেষণা প্রকল্পটির মূল লক্ষ্য কীভাবে মানুষের সাহায্য ছাড়াই রোবট চারপাশের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে।

বিজ্ঞানীদের তৈরি মাদার রোবট আপাতত যে শিশু রোবট তৈরি করছে তা আসলে প্লাস্টিকের কিছু কিউব ছাড়া আর কিছু নয়। এর ভেতরে আছে একটা মোটর। মাদার রোবট এই বেবি রোবট কতটা নড়াচড়া করে তা পর্যবেক্ষণ করে। এরপর সেই অনুযায়ী পরের প্রজন্মের রোবট তৈরি করে যা আগেরটির চেয়ে একধাপ উন্নত। এভাবে ধাপে ধাপে এ পর্যন্ত দশ প্রজন্ম পর্যন্ত নতুন রোবট তৈরি করেছে মাদার রোবট, যার প্রত্যেকটি কর্মক্ষমতার দিক থেকে আগেরটিকে ছাড়িয়ে গেছে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টর ফুমিয়া লিডা বলেছেন, জীববিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য হচ্ছে কীভাবে বুদ্ধির বিকাশ ঘটেছে। এই গবেষণার একটা লক্ষ্য সেই রহস্য ভেদ করা।

তিনি বলেন, রোবট একই কাজ বার বার করতে পারে। কিন্তু তারা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারে না। কিন্তু আমরা যে রোবট তৈরি করতে চাই, তার থাকবে উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীলতা।


সবাই যা পড়েছেঃ

ফের ভাঙনের পথে প্রভার সংসার

ঢালিউদের ১৫ টি রোমান্টিক চলচ্চিত্র

সেপ্টেম্বরে ঢাকা আসছেন সানি লিওন

বিশ্বের সবচেয়ে অদ্ভুত সাইকেল গ্যারেজ

এই গ্রহের বিস্ময়কর পাহাড় (শেষ পর্ব)

রহস্যজনকভাবে উধাও পুরো গ্রামবাসী!


প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G