সন্তান থাকবে ডিপ ফ্রিজে!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসবুক কিংবা অ্যাপল-এর মতো বড় বড় কোম্পানি তাদের মহিলা-কর্মীদের নিজেদের ডিম্বাণু জমিয়ে রাখার জন্য টাকা দিচ্ছে, যাতে তারা পরে মা হতে পারেন৷ দু’টি সংস্থাই নাকি ডিম্বাণু বের করে তা জমিয়ে রাখার জন্য কর্মী প্রতি ২০ হাজার ডলার পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত৷ খবর ডয়েচে ভ্যালের।
কারণ হিসেবে তারা বলছেন, এমন এক মহিলা-কর্মী, যার প্রশিক্ষণে কোম্পানি বেশ কিছু অর্থ বিনিয়োগ করেছে, তিনি সন্তান সম্ভবা হয়ে পড়লে বেশ কিছুদিন কাজে আসতে পারবেন না৷ জন্মানোর পরেও সেই শিশুর কারণে মহিলার পক্ষে ওভারটাইম করা, বিজনেস ট্রিপ কিংবা ককটেল পার্টিতে যাওয়া, এ সব মুশকিল হয়ে পড়বে৷ অর্থাৎ মহিলার কেরিয়ারে একটা বিরতি, অন্তত বিঘ্ন ঘটবে। অন্যদিকে কোম্পানিও মহিলার কাছ থেকে যে পরিমাণ কাজ ও প্রেরণা পেতে পারতো, তার সবটা পাবে না৷
ডিম্বানু জমিয়ে রাখার পেছনে কোম্পানিগুলোর আরো যুক্তি হলো, মহিলারা কোম্পানির ‘হায়ারার্কি’ বা ক্রমাধিপত্যের পর্যায়ক্রমে একটি আকর্ষণীয় ও স্থায়ী অবস্থান নিশ্চিত করে ফেলার পরেই তাঁদের সন্তান ধারণের কথা ভাবা উচিত৷
ডিম্বাণু হিমায়িত করার কারণ হলো, ত্রিশের মাঝামাঝি থেকে মহিলাদের সুস্থ ডিম্বাণু উৎপাদনের ক্ষমতা দ্রুত হ্রাস পায়৷তরুণ বয়সে ডিম্বাণু জমিয়ে রাখলে, পরেও সন্তানের জন্ম দেয়া যায়৷
প্রতিক্ষণ/এডি/পাভেল