সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োজন নেই

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৭:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩০ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khairul 22দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতা দমনে নতুন করে আইন প্রণয়নের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রচলিত আইনই যথেষ্ট, সন্ত্রাসবিরোধী আইন তৈরির প্রয়োজন নেই। দেশের প্রচলিত আইন প্রয়োগ করেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বর্তমানে দেশে জ্বালাও-পোড়াও এবং সহিংসতার বিচার বিদ্যমান আইনে সম্ভব নাকি নতুন আইন তৈরির প্রয়োজন রয়েছে? এমন প্রশ্নের জবাবে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, খুবই সম্ভব এবং বর্তমান আইন প্রয়োগ করেই রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করা উচিত।

বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন পর্যাপ্ত কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সব সময়ই মনে করি বিদ্যমান আইনের প্রয়োগ সবচেয়ে বেশি দরকার। আইন করা অনেক কঠিন। আপনি যে নতুন আইনের কথা বলছেন- সেটার ট্রায়ালে গেলে কি হবে, সেটা আমাদের অজানা।

তিনি আরও বলেন, এগুলো ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ যেভাবে বিচার হয়, সেভাবেই হবে। নতুনত্ব কিছু নেই।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, আমরা আইন কমিশন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি। আমরা সুনিদিষ্ট কোন আইন নিয়ে কথা বলিনি। তবে বিশেষ করে বিচারাধীন মামলা জট নিয়ে আমরা আলাপ করেছি। বিচার বিভাগের বিদ্যমান সমস্যা কিভাবে দূর করা যায়। দেশে প্রায় ৩০ লাখ মামলা বিচারাধীন রয়েছে। তাছাড়া আরও অনেক সমস্যা রয়েছে যেগুলো নিয়ে আমাদের মাঝে কথা হয়েছে।

খায়রুল হক আরো বলেন, পরস্পরের সঙ্গে কাজ করার বিষয়ে প্রধান বিচারপতি আমাদের নিশ্চিত করেছেন। যাতে দেশের সামগ্রিক উন্নতি হয়। আমাদের জেল কোডে এবং বিভিন্ন আইনের আরও যে উন্নতি দরকার, সে সম্পর্কে উনি আমাদের এনলাইটেন করেছেন।

সাক্ষাতের সময় আইন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর ও ড. এম শাহ আলম।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G