সন্ত্রাসের অভিযোগে লক্ষাধিক টুইটার অ্যাকাউন্ট বন্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৬ সময়ঃ ১০:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

twitterসন্ত্রাসী কার্যক্রমে জড়িত সন্দেহে এক লাখ পঁচিশ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার।

এসব অ্যাকাউন্ট সন্ত্রাসী কার্যক্রমের হুমকি কিংবা সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে ২০১৫ সালের মাঝামাঝি থেকে সাময়িক বন্ধ (সাসপেন্ড) রাখা হয়েছে বলে জানায় টুইটার কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটি একটি ব্লগপোস্টে জানিয়েছে, যে অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে সেগুলোর সাথে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক আছে বলে সন্দেহ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, সন্ত্রাসবাদ বিস্তারে টুইটার ব্যবহারে আমরা নিন্দা জানাই। এসব ঘটনায় দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে রিপোর্ট পর্যালোচনার জন্য কর্মীদের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে।

বিশ্বে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি। এদিকে, গত বছরের মার্চ মাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত গ্রুপগুলোকে ব্যান করা হবে বলে ঘোষণা দেয় ফেসবুক।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G