সন্দেহভাজন হাসনাত করিম আটক?

প্রকাশঃ জুলাই ৪, ২০১৬ সময়ঃ ১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1467573132

গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক প্রকৌশলী হাসনাত করিম এখনও গোয়েন্দা হেফাজতে রয়েছেন। শনিবার সকালে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া প্রায় সবাইকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে অনেককে ছেড়ে দেওয়া হয়। কিন্তু হাসনাত করিমকে ছেড়ে দেওয়া হয়নি।

ফলে অনেকেই মনে করছেন তাকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাহবুব আলম জানান, “হাসনাত করিম তাদের হেফাজতে রয়েছেন এটা ঠিক। তবে তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। ঘটনার সময় কী হয়েছিল এবং এ বিষয়ে তিনি কী জানেন সে সম্পর্কে জানার জন্যই তাকে হেফাজতে রাখা হয়েছে।”

হামলাকারীদের কয়েকজন নর্থ সাউথ বিশ্ববদ্যালয়ের ছাত্র ছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসনাত করিমও বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি হামলাকারীদের সহায়তা করেছেন কিনা সেটা নিয়েও বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G