সন্দ্বীপ চ্যানেলে লাইটার জাহাজ ডুবি
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে একটি লাইটার জাহাজের ধাক্কায় খাদ্যশস্যবাহী এমভি মারসাদ-২ নামের অপর একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটিতে একহাজার ৫০টন খাদ্যশস্য ছিল। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক আক্কাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এমভি মারসাদ-২ নামের লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে খাদ্যশস্য বোঝাই করে সন্দ্বীপের দিকে যাচ্ছিলো। জাহাজটি সন্দ্বীপ চ্যানেলের সাউথ ইস্ট বয়ার কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা এমভি সালমা নামের আরেকটি লাইটারেজ জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় এমভি মারসাদ-২ জাহাজ পানিতে ডুবতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া অপর একটি জাহাজের নাবিকরা ডুবতে থাকা জাহাজের নাবিকদের উদ্ধার করে।
বিআইডব্লিউটিএ জাহাজটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/নাদিম