সন্ধান মিললো ইন্দোনেশীয় বিমানের
আন্যর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৫৪ আরোহী নিয়ে পাপুয়া অঞ্চলে নিখোঁজ হওয়ার ৭ ঘণ্টারও বেশি সময় পর অবশেষে ইন্দোনেশীয় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে।
জানা যায় অক্সাবিল অঞ্চলের বিনতাং এলাকায় ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। আরোহীদের কেউ এখনও বেঁচে আছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার তদন্তকারী সংস্থা দ্য ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেল ৩টা নাগাদ দ্য ট্রিগানা এয়ার ৪২ বিমানটি পাপুয়ার সেন্তানি বিমানবন্দর থেকে অক্সিবিলের উদ্দেশে রওনা হয়েছিল। মাঝ পথেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
১৯৯১ সালে যাত্রা শুরুর পর থেকে ১৪টি মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে ট্রিগানা এয়ারকে। এরমধ্যে প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নিখোঁজ হয়েছে ১০টি বিমান। ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকায় রয়েছে এয়ারলাইন্স কোম্পানিটি। ইন্দোনেশিয়ার চারটি এয়ারলাইন্স বাদে সবগুলোর নামই ওই তালিকায় রয়েছে।
প্রতিক্ষণ/এডি/তাফসির