সন্ধ্যা হলেই বদলে যাবে গাড়ির রঙ!

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১১:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৩ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

imagesআচ্ছা ভাবুন তো যদি এমন হয়, আপনি দিনের আলোয় একটা গাড়ি নিয়ে বের হলেন৷ সারাদিন জমিয়ে ঘুরলেনও প্রিয়জন বা কাজের সূত্রে৷ কিন্তু সন্ধ্যা নামতেই আপনার প্রিয় গাড়িটি বদলে ফেলল তার নিজের রূপ৷এমন গাড়ি আনছে জাপানি গাড়ি প্রস্তুতকারী সংস্থা নিসান৷ ওই সংস্থার নয়া এই গাড়ির নাম নিসান লিফ৷

সংস্থার দাবি, তাদের নয়া এই মডেলের গাড়িটি দিনের আলো নেভার সঙ্গে সঙ্গে বদলে ফেলবে তার নিজের রঙও৷ শুধু তাই নয়৷ দিনের আলোর তুলনায় রাতের অন্ধকারে আরও বেশি উজ্জ্বলও দেখাবে বদলে যাওয়া গাড়ির ওই রং৷ সৌজন্যে ইউভি অ্যাবজরবিং পেইন্ট৷ কী এই জিনিস? নয়া এই পেইন্ট-এর টেকনোলজি সূর্যের আলোর অতি বেগুনী রশ্মি শোষণ করতে সক্ষম৷যার সাহায্যেই বদলে ফেলবে নিজের রং৷ সূর্যের আলোকে কাজে লাগিয়ে নিসাসের এই ‘ইলেক্ট্রিক কার’টিকে চার্জ দেওয়া যাবে বলে জানানো হয়েছে৷

তবে নিসানের তরফে জানানো হয়েছে, আপাতত গাড়িটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে৷ কবে নাগাদ গাড়িটিকে বাজারজাত করা সম্ভব হবে, তা নিসানের তরফে জানানো হয়নি৷

তবে, বলার অপেক্ষা রাখে না নিসানের এই গাড়ি চার চাকার দুনিয়ায় বিপ্লব আনবে।

প্রতিক্ষণ/এডি/রানা

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G