সবকিছুই ‘গুজব’:এয়ারটেল
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে এয়ারটেল ব্যবসা গুটিয়ে নিচ্ছে বলে ভারতসহ কয়েকটি দেশের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বিক্রির কার্যক্রম পরিচলনার জন্য এরই মধ্যে দুজন ব্যাংকারও নিয়োগ দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে।
তবে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার খবরকে ‘গুজব’ বলে দাবি করছে এয়ারটেল।
ভারতের ব্যবসায় সংবাদভিত্তিক অনলাইন পোর্টাল মানি কন্ট্রোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারটেল বাংলাদেশ ও ভারতী এয়ারটেল লঙ্কা বিক্রির কার্যক্রম পরিচলনার জন্য এরই মধ্যে দুজন ব্যাংকারও নিয়োগ দেওয়া হয়েছে। ভারতী এয়ারটেল তাদের ব্যবসায় সমন্বয় আনয়ন ও ঋণ কমাতে চায়। এ জন্য তারা অনুৎপাদন ও কম মুনাফার ব্যবসা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা নিচ্ছে।
এ ছাড়া একটি সূত্রের বরাত দিয়ে সিএনবিসি টিভি-১৮ জানিয়েছে, বাংলাদেশ ও ভারত থেকে ব্যবসা কেনার ব্যাপারে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ইতিসালাত এবং ফ্রাঞ্চের প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস সার্ভিস আগ্রহ দেখিয়েছে।
বাংলাদেশে এয়ারটেলের টাওয়ার রয়েছে চার হাজারটি ও শ্রীলঙ্কায় টাওয়ার রয়েছে আড়াই হাজার। এ সংযোগ ব্যবসাও বিক্রি করে দেবে তারা। এর আগে ২০১২ সালেও এ দুই দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে চেয়েছিল এয়ারটেল ভারতী। কিন্তু সে সময় ব্যর্থ হয়েছে।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে এয়ারটেল বাংলাদেশের প্রধান গণসংযোগ কর্মকর্তা শমিত মাহবুব শাহাবুদ্দিন বলেন, ‘এটি একটি গুজব। এয়ারটেলের নীতি অনুযায়ী আমরা কোনো গুজবের ব্যাপারে মন্তব্য করি না। এটা নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই।’
প্রতিক্ষন/এডি/তাফ