সবগুলো বিষয়ে ফেল করলো মেয়েটি

প্রকাশঃ সেপ্টেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৪:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ছাত্রীস্কুলে সবসময় সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রী কিনা বোর্ড পরীক্ষায় ফেল করল! শুধু ফেলই করেনি, সবগুলো বিষয়ে পেয়েছে শূন্য! মিশরের এক স্কুলছাত্রীর জীবনে ঘটেছে এই অবাক ঘটনাটি । সেই ছাত্রীর নাম মারিয়ম মালেক।

এ বছর মারিয়ম মালেক বোর্ড পরীক্ষায় (এইচএসসি সমমান) অংশগ্রহণ করে। তার পরীক্ষা ভালোও হয়েছিল। সেই অনুযায়ী মেডিকেলে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

এরই মধ্যে পরীক্ষার ফল প্রকাশিত হলো। ফলাফল বোর্ডে কোথাও তার নাম নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারল, সে ফেল করেছে। শুধু ফেল নয়, সবগুলো বিষয়ে শূন্য পেয়েছে সে।

এ কথা শোনার পর মারিয়ম মালেক অজ্ঞান হয়ে পড়ে যায়। এ ঘটনায় মারিয়া হতবাক হয়ে বলেন, আমি সব বিষয়ে শূন্য পেয়েছি? এটা কীভাবে সম্ভব? শুরুতে তার পরিবারের সদস্যরা মনে করেছিল যে মিশরের সংখ্যালঘু কপটিক খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য হওয়ার কারণে মরিয়মকে ফেল করানো হয়েছে। কিন্তু তার ভাই অভিযোগ করেছেন, ‘মরিয়ম দুর্নীতির শিকার। স্কুল কর্তৃপক্ষ অথবা পরীক্ষা বোর্ড মরিয়মের উত্তরপত্র অন্য এমন কারো সঙ্গে বদলে দিয়েছে, যার পরীক্ষা মোটেই ভালো হয়নি।’

এর আগেও মিশরের শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগ শোনা গেছে। এ ঘটনার প্রতিবাদে মিশরে হাজারো শিক্ষার্থী বিক্ষোভ করেছে। এছাড়া সামাজিক গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর হাজারো মানুয় এ ঘটনার নিন্দা জানিয়েছে। মরিয়মের নামে ফেসবুকে পাতাও খোলা হয়েছে। সেখানে মরিয়মকে সমর্থন জানিয়ে হাজার হাজার লাইকও পড়েছে।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G