সবচেয়ে কমদামি ইন্টারনেট ফোন আনছে মাইক্রোসফট

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১১:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৯ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

image_171970nokia-215মাইক্রোসফট কোম্পানি নকিয়ার সবচেয়ে কমদামি ইন্টারনেট ফোন বাজারে আনছে । মাত্র ২৯ ডলার মূল্যের নকিয়া ২১৫ মডেলের এই ফোনটি এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বেশ হিট হবে বলে আশা প্রকাশ করেছে মাইক্রোসফট।

 

এ ফোনে থাকবে অপেরা মিনি ব্রাউজার এবং বিল্ট ইন ফেসবুক ম্যাসেঞ্জার। এ ছাড়া টুইটারসহ অন্যান্য অ্যাপ রয়েছে। তবে এর স্পেসিফিকেশন সাধারণ।

 

এর সফটওয়্যার বেশ সূক্ষ্ম কাজ করতে পারবে। এটি ৩জি সংযোগে কাজ করতে পারবে।

 

ডিসপ্লে ৩২০x২৪০ পিক্সেল, ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল, আছে রেডিও ও টর্চ। ফোনের দেহটি বেশ শক্তপোক্ত। এর শক্তিশালী ব্যাটারি ২৯ দিন স্ট্যান্ডবাই থাকবে।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G