সবচেয়ে ছোট মমি
প্রতিক্ষণ ডেস্ক
আপনারা নিশ্চয় লিলিপুট গালিভার সর্ম্পকে জানেন। এখন পর্যন্ত আপনারা কতো ছোট মানুষ দেখেছেন? ৩ফুট/২ফুট? এর চেয়ে ছোট তো দেখেন নি নিশ্চয়! জানলে অবাক হবেন বিজ্ঞানীরা ১০বছর আগে এমন একটি মমি পায় যেটা দেখতে ছিলো মানুষের মত আর উচ্চতা ছিলো মাত্র ১৫cm!! মানে আপনার কলমের সমান !!
এই মমিটি বিজ্ঞানীরা পান চিলির আতাকামা মরুভুমিতে।
তাদের একদল প্রথমে মনে করেন এটি অপরিপক্ক ভ্রূণ,আরেকদল মনে করেন এটি কোনপ্রকার বানরের মমি। এমনকি আরেকদলতো এটাকে অন্য গ্রহের প্রাণী হিসেবে ধারণা করে ছিলেন। মমিটি আবিষ্কার হওয়ার দীর্ঘ ১০বছর পর স্টেম্ফোরড সায়েন্টিস্টরা ডকুমেন্টারি ফিল্ম ”সিরিয়াস” এ বলেন এটি মানুষ!!
আতাকামা,চিলি এর লোকাল খবরের কাগজ থেকে জানা যায় অক্টোবর ১৯ ২০০৩ সালে”অস্কার মুনয” নামক একজন এটি ”লা নোরিয়া” নামক স্থানে (আতাকামা মরুভুমির মাঝে একপ্রকার ভৌতিক জায়গা) পায় । পত্রিকার ভাষ্যমতে ” মুনয সাদা কাপড়ে ঢাকা যে রহস্যময় মমিটি পান সেটি ছিলো মাত্র ১৫cm লম্বা, এটির শক্ত দাঁত ছিল এবং মাথাটি ছিল অপেক্ষাকৃত বড়, এটার শরীর ছিলো খুবি শুকনো এবং কালো, সবচাইতে অবাক করা ব্যাপার ছিলো এর পাঁজরা ছিল ৯জোড়া যেখানে মানুষের পাঁজরার সংখ্যা ১২জোড়া!!
পরবর্তীতে স্টেম্ফোরড ভারসিটির বিজ্ঞানীরা মমিটির বোন পরীক্ষা করে দেখেন এবং এর ডিএনএ টেস্ট করেন, এর মাধ্যমে তারা এটিকে একপ্রকার মিউটেটেড মানুষ বলে ডকুমেন্টারিতে প্রকাশ করেন। তারা আরো বলেন এটি ৮বছর বেঁচে ছিলো!!
তবে তারা এটিকে মানুষ বল্লেউ অনেকে তা মেনে নেন নি। অনেকেই এখোনো একে এলিয়েন ই মনে করেন। যদিও বিজ্ঞানীরা গবেষনার মাধ্যমে জানিয়েছেন এটি মানুষ ছিল। এতে ও এখনো কিছু প্রশ্ন রয়ে যায়। যার উত্তরও হয়তো আমরা নিকট ভবিষ্যতে পাবো। ততদিন পর্যন্ত মমিটি তাঁর রহস্যময়তা নিয়েই থাকবে।
প্রতিক্ষণ/এডি/বিএ