সবচেয়ে বড় ফুল ফুটেছে জাপানে

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ৫:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

titanজাপানের টোকিওতে জিনদাই ন্যাশনাল পার্কে ফুটেছে ‘টাইটান এরাম’ নামের বিরল প্রজাতির এক ফুল। পাঁচ বছরের মধ্যে এই প্রথম এই ফুল ফুটেছে। এই ফুলটি বিশ্বের সবচেয়ে বড় ফুল।

ফুলটির উচ্চতা দুই মিটার। তবে ফুলটি দেখতে যেমনই হোক না কেন এর গন্ধ খুবই বিদঘুটে। ফুলটি থেকে পঁচা মাংসের গন্ধ পাওয়া যায়। এজন্যে এটির আরেক নাম ‘শব ফুল’।

এই ফুল দেখতে দর্শকরা ভীড় করছেন। এই ভীড় সামলাতে পার্কটি অনেক লম্বা সময় ধরে খোলা রাখতে হচ্ছে।

‘টাইটান এরাম’ ফুলটি মূলত পাওয়া যায় ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায়। সেখানে সমূদ্রপৃষ্ঠ হতে ১২০ থেকে ৩৬৪ মিটার উচ্চতায় খাড়া পাহাড়ের গায়ে এটি জন্মায়। কিন্ত ব্যাপক হারে বন উজাড়ের ফলে এই প্রজাতি এখন প্রায় বিপন্ন।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G