সবেচেয়ে বড় ফ্রাইড রাইস ডিশ

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০১৫ সময়ঃ ১১:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

boro thalaকতো কিছুরই রেকর্ড গড়েতে আমরা শুনে থাকি যেমন সবচেয়ে উচু দালান। সবচেয়ে বড় দেয়াল ঘড়ি, সবচেয়ে বড় পতাকা। কিন্তু আমরা কি এমটা শুানে থাকি যে সবচেয়ে বড় থালায় পোলউ বা ফ্রাইড রাইস পরিবেশন করে কেউ রেকর্ড গড়েছেন্। হ্যাঁ এমন রেকর্ড প্রথম গড়া হয়েছিল তুরস্কের একটি রেস্টুরেন্টের দ্বারা ২০০৯ সালে । তবে মাত্র ৫ বছর যেতে না যেতেই তাদের সেই সেই রেকর্ড ভেঙ্গে ফেলেছে চীন।

সম্পতি সবচেয়ে বড় ফ্রাইড রাইস বা ডিশ পরিবেশনের রেকর্ড গড়েছে চীন। চীনের জিয়াংজুর উত্তর প্রদেশের ইয়াংনজু শহরের ২ হাজার ৫ শত বছর পূর্তি উপলক্ষ্যে তারা এমন একটি রেকর্ডগড়ার আয়োজন করে।

বিষটি গ্রীনেস ওয়াল্ড রেকর্ড বুকেও স্থান করে নিয়েছে। চীনা নিউজ সার্ভিস তাদের এক সংবাদে জানিয়েছে সেই থালাটির ওজন ছিল ৪ হাজার ১শত ৯২ কেজি। যা তুরস্কের রেস্টুরেন্টের গড়া ৩হাজার ১ শত ৫০ কেজের রেকর্ড ছাড়িয়ে গেছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G