সব কাঁচাবাজারে দ্রুতই ফরমালিন বুথের ঘোষণা মন্ত্রীর

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

formalin-boothস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত সব কাঁচাবাজারে ফরমালিন শনাক্তকরণ বুথ স্থাপন করা হবে বলে।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য এম আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এই তথ্য জানান।

আরো বলেন, প্রতিটি বাজার ফরমালিনমুক্ত করতে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্যদ্রব্য, ফলমূল, মাছ ও শাক-সবজীতে ফরমালিন মেশানোর জন্য দায়ী ব্যক্তিদের আইন অনুযায়ী বিভিন্ন সাজা ও জরিমানা করা হয়।

মন্ত্রী জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি বাজারে ফরমালিনমুক্ত ব্যানার টাঙানো হয়েছে। বাকি বাজারগুলোতে আগামী ৩ মাসের মধ্যে ফরমালিনমুক্ত ব্যানার টাঙানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি বাজারে ফরমালিন ও ভেজাল বিরোধী স্বাস্থ্য শিক্ষামূলক প্রচার চালানো হচ্ছে। প্রথম ধাপে করপোরেশনের মালিকানাধীন ১৫টি কাঁচাবাজারে ফরমালিন শনাক্তকরণের লক্ষ্যে বুথ স্থাপন এবং ফরমালিনমুক্ত ঘোষণা করা হবে।

দ্বিতীয় ধাপে করপোরেশনের আওতাভুক্ত বেসরকারি বা ব্যক্তিগত মালিকানাধীন কাঁচাবাজারগুলো ফরমালিনমুক্ত করা হবে। ঢাকার বাইরে পৌরসভাগুলোর হাটবাজার ফরমালিনমুক্ত করতে ফরমালিন শনাক্তকরণের যন্ত্রপাতি কেনার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুনে রমজান মাসে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে বাজারগুলোতে নজরদারির পাশাপাশি ফল ও শাকসবজিতে ফরমালিন পরীক্ষার জন্য ২৩৬টি কাঁচাবাজারে বিশেষ বুথ স্থাপন করার কথা বলেছিল ডিএমপি।

ওই সময় বেশক’টি বাজারে বুথ স্থাপন করা হয়। কিন্তু সেসবে এখনো ফরমালিন শনাক্তকরণ যন্ত্র স্থাপন করা হয়নি।

প্রতিক্ষণ/এডি/নয়ণ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G