সব চুক্তি ভারতের স্বার্থে

প্রকাশঃ জুন ১৪, ২০১৫ সময়ঃ ৫:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ahmed-azam-khanভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে ভারতের স্বার্থ রক্ষা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমদ আযম খান।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে রোববার দুপুরে সাবেক উপ-প্রধানমন্ত্রী অধ্যাপক ড. এম এ মতিনের ৩য় মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (একাংশ) এ সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে ভারতের স্বার্থ রক্ষা হয়েছে। এতে বাংলাদেশ সরকারের কোনো লাভ হয়নি। সফরকালে তিস্তা নিয়ে সরকার একটি কথাও বলেনি। বললে হয়তো একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত হতো।
এ্যাডভোকেট আহমদ আযম খান বলেন, ‘সরকার দ্রব্যমূল্য কমানোর নামে মিথ্যাচার করছে। জবরদখলকারী এ সরকার মিথ্যাচার করেই টিকে আছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিজেপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুকিত ও আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G