সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অনেক

প্রকাশঃ মার্চ ৫, ২০১৬ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

অনিক চক্রবর্তী (চুয়াডাঙ্গা প্রতিনিধি)

indexবর্ণাঢ্য আয়োজন ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকালে সাংবাদিক সমিতির কার্যালয় প্রাঙ্গনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোঃ ছেলুন। সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি এ্যাড. মানিক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের শুরুতেই নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শামসুজ্জোহা।

এরপর নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, চুয়াডাঙ্গার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। ফুলেল শুভেচ্ছা শেষে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মরিয়ম শেলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোঃ ছেলুন বলেন, দেশ, জাতি ও উন্নত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রয়েছে অনেক। তিনি চুয়াডাঙ্গার সাংবাদিকদের ভূয়সী প্রশাংসা করেন।

তিনি বলেন, শুধু নীতিবাচক সংবাদ নয়, এখন মানুষ উন্নয়নের সংবাদও দেখতে ও পড়তে চায়। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন গোষ্ঠি ও কারো প্ররোচনায় নয়, অতীতের মতো নতুন কমিটিও বস্তুনিষ্ঠ আনুষ্ঠানিক অভিষেক সাংবাদিকতা করে চুয়াডাঙ্গার উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই আমি প্রত্যাশা করি।

অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুর রাজ্জাক, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় নেতা হাসিবুর রহমান, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শামসুজ্জোহা, বিএমএর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডাঃ মার্টিন হীরক চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আকসিজুল ইসলাম রতন, প্রবীণ সাংবাদিক এ্যাড. কামরুল আরোফিন, আনোয়ার হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক হাবীবী জহির রায়হান ও সাংবাদিক আতিয়ার রহমান।

অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভা শেষে আবৃত্তি পর্ষদের ছোট্র সোনামনিরা আবৃত্তি পরিবেশন করে।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G