সমাবেশের অনুমতি পেয়েছে দু’দলই

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Al_BNPবিশেষ বিবেচনায় আগামী ৫ জানুয়ারি উপলক্ষে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিএনপিকে রাজধানীর নয়া পল্টনে কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সোমবার দুপুরে নগর ভবনের কনফারেন্স কক্ষে এ কথা জানান ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।

সাঈদ খোকন বলেন, বিএনপিকে নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে হবে। আর আওয়ামী লীগ করবে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ের সামনে।

উল্লেখ্য, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুইবছর পূর্তি হবে। দিনটিকে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। দুই দলই ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিল।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G