সমুদ্রপৃষ্ঠে হেঁটে বেড়ানো হাঙ্গর !
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
সমুদ্রের সব থেকে ভয়ংকর মাছ হাঙ্গর। সব মিলিয়ে প্রায় ৩৭০ প্রজাতির হাঙ্গর আছে সমুদ্রে। এদের মধ্যে “বাঁশ হাঙ্গর” (Bamboo Sharks) নামে বিচিত্র একটি হাঙ্গর আছে। নামটা যেমন ভিন্ন তেমনি এই হাঙ্গরের বৈশিষ্ট্য অন্যান্য হাঙ্গরের তুলনায় ব্যতিক্রম।
অবিশ্বাস্য কথা হচ্ছে এই হাঙ্গর মাছ সাঁতার কাটার তুলনায় হেঁটে বেড়াতে বেশি পছন্দ করে। আকার আকৃতিতে এরা অনেকটা ছোট, সর্বোচ্চ ৪৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।
এই হাঙ্গর মাছের প্রজাতির নাম “Hemiscyllium halmahera”। এদের গায়ের রঙ বাদামি আর গায়ে কালো ছোপ ছোপ দাগ থাকে।
প্রতিক্ষণ/এডি/পাভেল