সমুদ্রবন্দরগুলোকে ৩ স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। “এটি আরও ঘনীভূত হতে পারে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে,” আবহাওয়া অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গভীর নিম্নচাপটি ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ দমকা অথবা ঝড়ো হাওয়ায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে।
এর প্রভাবে, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি বৃষ্টিপাতের পাশাপাশি ৪০-৫০ কিমি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় জেলাগুলোর নিম্নাঞ্চল ঝোড়ো হাওয়ায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অবিলম্বে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর