সমুদ্রে মাছের চেয়েও বেশি প্লাস্টিক!

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ১০:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

plastic-on-the-sea-bed

শত শত বছরেও ধ্বংস হয়না প্লাস্টিক। ২০৫০ সালের দিকে নাকি পৃথিবীর সমুদ্রে মাছের থেকে প্লাস্টিকের বোতল বা অন্যান্য প্লাস্টিক বর্জ্য বেশি থাকবে। বিশ্বব্যাপী মানুষ যে পরিমাণে প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছে তাতে এমন ভবিষ্যতই নাকি অপেক্ষা করছে মানব জাতির জন্য। প্লাস্টিক যেহেতু সহজে ধ্বংস হয়না তাই এর ব্যবহার একসময় বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামে এমন সতর্ক বার্তা দিয়েছে এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশন। কিন্তু এমন দাবি কতটা বাস্তব?
plasticsea

এত বিশাল সমুদ্রের মাছ কিভাবে গোনা সম্ভব? আর তার সাথে প্লাস্টিকের তুলনামূলক হিসেবটা কে করবে বা কিভাবে করবে এখন সে নিয়ে বিতর্ক হচ্ছে। সম্প্রতি জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেনা জ্যামবেক যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোর সমুদ্র তীরবর্তী এলাকার উপর গবেষণা করে এধরনের তথ্য দিয়েছেন আর এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশনও এর সপক্ষে কথা বলছে।
article-1207840-061E5EB3000005DC-247_468x296

এই গবেষণায় বলা হয়েছে ২০৫০ সাল নাগাদ ৭৫০ মিলিয়ন টনের মতো প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ভাসবে। এসব হিসেব কোন ফর্মুলায় হবে সেটা নিয়ে বিতর্ক হলেও প্লাস্টিক সামগ্রী যে পৃথিবীর জন্য হুমকি সেনিয়ে একমত বিজ্ঞানীরা। কারণ প্লাস্টিক টিকে থাকে শত শত বছর আর এর ব্যবহার দিনকে দিন বাড়ছেই।

 

প্রতিক্ষণ/এডি/আস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G