সমুদ্রে রহস্যময় হাঙ্গর

প্রকাশঃ ডিসেম্বর ২৫, ২০১৬ সময়ঃ ৮:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ অপরাহ্ণ

তারিক হাসান:

npoa_1

প্রথমবারের বিজ্ঞানীদের ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় প্রাগৈতিহাসিক হাঙ্গর। এটি একটি জীবিত চটুল হাঙ্গর যা ডাইনোসর এর চেয়ে পুরোনো। রহস্যময় এবং প্রাক ঐতিহাসিক এই ভুতুড়ে হাঙ্গর সমুদ্রের সবচেয়ে অধরা প্রাণী।

যদিও গবেষকরা কয়েক দশক ধরে একটি আভাস পেয়ে এটির খোঁজে মরিয়া ছিল, এটি বরাবরের মতো তাদের ফাঁকি দিয়েছে। অবশেষে ভাগ্যক্রমে হাওয়াই এবং ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে গবেষকদের ক্যামেরায় ধরা পড়ে এই বিশাল আকারের প্রাণীটি। এটি আসলে ইলাসমুব্রেঙ্ক প্রজাতির মাছ যারা শুধুমাত্র হাঙ্গর ও এর সাথে সম্পর্কিত।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G