সরকারি পাঠ্যবই বিক্রির সময় আটক
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
বৃহস্পতিবার রাতে চোরাই পথে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের মাইনুদ্দিন বাজার এলাকায় ২০১৫ সালের ১০ বস্তা পাঠ্যবই বিক্রি করার সময় আটক করেছে এলাকাবাসী। মাইনুদ্দিন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি লাল দাস ও তার সহকারি শিক্ষকরা যোগসাজশে বইগুলো বিকালে ফেরিওয়ালার কাছে কেজি ধরে বিক্রি করে দেয়। পরে এলাকার লোকজন টের পেয়ে বইগুলো আটক করে মাইনুদ্দিন বাজারের সভাপতি আবুল কালাম সর্দারের জিম্মায় রেখে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারকে বিষয়টি জানায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, এই বিদ্যালয়ে প্রকৃতপক্ষে ১২০ থেকে ১৫০ জন ছাত্রছাত্রী থাকলেও ২৭৭জন ছাত্রছাত্রী দেখিয়ে অতিরিক্ত বই উত্তোলন করে প্রধান শিক্ষক জ্যোতি লাল দাস। । গতবছরও একইভাবে চাঁদা নেয়া হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন। এলাকাবাসী আরোও অভিযোগ করে জানান, হাতিয়ার চরাঞ্চলের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে এসব অনিয়ম দীর্ঘদিন থেকে চলে আসছে। হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনসারুর রহমান সত্যতা স্বীকার করে বলনে, ঘটনা তদন্তের জন্য আমি ২জন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি।
প্রতিক্ষণ/এডি/ওমর