সরকারের ক্ষমতা ঢাকায় সীমাবদ্ধ: বি. চৌধুরী

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ২:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

b chowdhuryপ্রাক্তন রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদোজা চৌধুরী বলেছেন, সরকারের ক্ষমতা এখন আছে শুধু ঢাকা নগরীতে। বাইরে থেকে গাড়ি আসছে না, ট্রেন ঠিকমত চলছে না, বন্দর খুলে দেওয়া হচ্ছে না।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সংলাপ’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

গুড গভর্নেন্স ফোরাম নামের একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে। বি চৌধুরী বলেন, ‘নিশ্চিত মুত্যু জেনেও বিএনপি জোট আন্দোলন চালিয়ে যাচ্ছে।’

চলমান সংকট সমাধানের জন্য আলোচনার বিকল্প নেই মন্তব্য করে বি চৌধুরী বলেন, ‘রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। দেশের ১৬ কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না।’

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য যদি সন্তু লারমার সঙ্গে আলোচনা করতে পারেন তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কেন বিএনপির সঙ্গে আলোচনা করছেন না।’

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সুপ্রিমকোর্টের প্রাক্তন রেজিস্ট্রার ইকতেদার আহমদ।

তিনি বলেন, ‘যেহেতু বর্তমান সংকট আওয়ামী লীগের সৃষ্ট তাই সংকট উত্তরণের পথ তাদেরকেই খুঁজে বের করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি বিচারপতি সিকদার মকবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, প্রাক্তন মন্ত্রী ড. মিজানুর রহমান শেলী, আমাদের অর্থনীতি সম্পাদক নাইমুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, প্রাক্তন সংসদ সদস্য হুমায়ুন কবির হিরু প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিক্ষণ /এডি/চামেলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G