সরকার পতন পর্যন্ত অবরোধ: রিজভী
প্রকাশঃ জানুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৫:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ পূর্বাহ্ণসমাবেশের অনুমতি পেলে অবরোধ প্রত্যাহার করা হতে পারে বলে রাতে বিএনপির এক নেতা ইঙ্গিত দিলেও রুহুল কবির রিজভী বলেছেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
তিনি বলেন, “ভয়ঙ্কর দুঃশাসনের কবল থেকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়াই আমাদের চলমান আন্দোলনের উদ্দেশ্যে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বর্তমান অবৈধ সরকার অপসারণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।”‘শান্তিপূর্ণভাবে’ অবরোধ চালিয়ে যাওয়ার জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতা-কর্মীদের প্রতি জানিয়েছেন রিজভী।পুলিশের বাধায় দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।আগের রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ঢাকায় সমাবেশের অনুমতি পেলে অবরোধ প্রত্যাহারের ইঙ্গিত দেন।এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি ২০ দলীয় জোটের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ দেখতে পাবেন।”গত ৬ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পর থেকে সাংবাদিকদের কাছে দলীয় বক্তব্য-বিবৃতি পাঠাচ্ছেন রুহুল কবির রিজভী।অবরোধ সমর্থকরা ‘ন্যায় ও সত্যের পক্ষে’ মন্তব্য করে বিবৃতিতে তিনি বলেন, “তারা জুলুমবাজ রাষ্ট্রশক্তির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। উদ্দেশ্য একটাই-দেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা।”সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, “প্রতিদিন আমাদের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নিজেরা নাশকতা ঘটিয়ে বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না।”গ্রেপ্তার নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান রুহুল কবির রিজভী।