সরকার পদত্যাগ করলে অবরোধ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
সরকার পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করলে অবরোধ প্রত্যাহার করবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারমান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দীন আহমেদ।
আজ শুক্রবার বিকেলে বনানীতে নিজ বাসায় কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হাফিজ বলেন, বর্তমান অবৈধ সরকার ২০ দলীয় জোটের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দেবে। মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত ২০ দলের ডাকা অবরোধ চলবে বলেও জানান তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, সরকার দাবী মেনে নিয়ে আলোচনার প্রস্তাব দিলে ২০ দলীয় জোটের লিয়াঁজো কমিটির বৈঠকে চলমান অবরোধ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, দেশের জনগণ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা মত প্রকাশ করতে পারছেনা। অবৈধ সরকার তাদেরকে সভা সমাবেশও করতে দিচ্ছে না। এই অবস্থায় জনগণের দল হিসেবে বিএনপি ২০ দলীয় জোটকে নিয়ে জগণনের অধিকার রক্ষার আন্দোলন করছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি চেয়ারপারসন কি এখনও অবরূদ্ধ? না হলে তার সঙ্গে দেখা করতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে বাধা দেয়া হচ্ছে কেন? কেন তার নিরাপত্তার নামে গেটের সামনে স্পেশাল ব্রাঞ্চের লোকজন অবস্থান করছে।
হাফিজ আরও বলেন, বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সরকারের এজেন্টরা দেশব্যাপী নাশকতা করছে। এমনকি সরকারের লোকজন ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে শূটিং করে আগুণে পোড়া মানুষদের সঙ্গে প্রতারণা করছে।
প্রতিক্ষণ /এডি/জালাল