সরাইলে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা সওজের কর্মকর্তা ও উপজেলা প্রশাসন।
মাইকিং- এর তিনদিন পর গতকাল দিনভর চলা এ উচ্ছেদ অভিযান আজ মঙ্গলবার ও অব্যাহত ছিলো।
অভিযানকালে তারা মহাসড়কের ইসলামাবাদ, বাড়িউড়া বাজার ও শাহবাজপুর বাজার এলাকার দুই শতাধিক দোকান, মাছের আড়ৎ, ব্যক্তিগত অফিস ঘর, বাঁশের মাচা বোলডোজার দিয়ে গুরিয়ে দিয়েছে।
জেলা সওজ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে চলছে কাতপয় ভুমি দস্যু।
স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীরা এ দখলে সহায়তা করছে। কোন বৈধ কাগজ পত্র না থাকলেও সওজের জায়গার মালিক সেজে বসেছেন তারা। সড়ক সংলগ্ন এসব দোকান ঘরের কারনে দূর্ঘটনা সহ নানা অপকর্ম বৃদ্ধি পাচ্ছে।
জেলা সওজের উপ-বিভাগীয় প্রকোশলী মোঃ আমির হোসেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্য মোঃ আলী আরশাদের নেতৃতে দিনভর চলে এ উচ্ছেদ অভিযান।
প্রতিক্ষণ/এডি/নাঈম/আরেফিন