সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন

প্রথম প্রকাশঃ জুলাই ২৭, ২০১৫ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

officeএকজন প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে তার কর্মজীবন একটি বিশাল জায়গা অধিকার করে থাকে। যে কোন কর্মজীবি মানুষই দীর্ঘ সময় অফিসে কাটায়। কখনো কখনো নিজের বাড়িতে পরিবারের সদস্যদের চেয়ে বেশি সময় তাদের কাটাতে হয় অফিসে আর অফিসের সহকর্মীদের সাথে। তাই সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা খুব জরুরি। নাহলে মানুষের কর্মজীবন যেমন বিষিয়ে ওঠে, এই বিষাক্ত কর্মজীবনের প্রভাব পড়ে ব্যক্তিজীবনেও। তাই জেনে নিন অফিসের সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কিছু টিপস।

১) প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখুন

সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবশ্যক। সহকর্মীর সাথে কিছুটা প্রতিযোগী মনোভাব থাকলেও সহকর্মীর সাথে বন্ধুত্ব করে নেওয়াই উচিত। কিন্তু এই বন্ধুত্বের পরও কিছুটা দূরত্ব বজায় রাখুন। যতো বেশি ঘনিষ্ঠ হবেন ততো একে অপরের গোপনীয়তা ও দুর্বলতা প্রকাশ পাবে যা হয়তো আপনার দুর্বল মুহূর্তে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তাই কখনোই সহকর্মীর সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হবেননা।

২) অফিসে ভদ্র আচরণ করার চেষ্টা করুন

অফিসের কোন সহকর্মীর সঙ্গে যদি শত্রুতা বা মনোমালিন্য থাকে তাহলে তা ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ রাখুন, কর্মক্ষেত্রে তা প্রকাশ করতে যাবেননা। এই ধরণের সহকর্মীদের সঙ্গে কোন ঝামেলায় না গিয়ে কেবল নিরাপদ দুরূত্ব বজায় রাখুন।

৩) কারো সঙ্গে বিতর্কে জড়াবেননা বা রাগারাগি করবেননা

যে কোনো কারণেই অফিসের সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে। তবে চেষ্টা করবেন যথাসম্ভব বিতর্ক এড়িয়ে চলার। রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগারাগি করে অফিসের পরিবেশ নষ্ট করবেন না। এতে সহকর্মী এবং অফিসের অন্যান্য মানুষের মনে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হবে। কোন সহকর্মী মাথা গরম করলেও আপনি করবেন না। বিরক্তিও নিতান্ত বাধ্য না হলে প্রকাশের দরকার নেই।

৪) কথা বলুন বুঝে শুনে

কথায় বলে, নীরবতা হীরন্ময়। নিজের অধিকার ক্ষুন্ন হলে বা প্রয়োজনীয় বিষয়ে কথাতো বলবেনই কিন্তু অপ্রয়োজনীয় বা বিতর্কিত কথা অফিসে বলবেননা। বিশেষ করে অফিস সম্পর্কিত কথা বলার সময় খুবই সাবধান থাকবেন। অফিসের অন্য কোনো সহকর্মী এবং কোনো সিদ্ধান্ত সম্পর্কে এমন কিছু বলবেননা যাতে কর্মক্ষেত্রে আপনার ইমেজ খারাপ হয়। সবচাইতে বড় কথা, একজনকে অপরের কথা বলার মতো ভুল কাজ করতে যাবেন না। এমনকি সহকর্মী কথা তুললেও তার সাথে তাল মেলাতে যাবেন না।

৫) মানিয়ে চলার চেষ্টা করুন

সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। মনে রাখবেন, একই জায়গার সব মানুষই কখনো ভালো হয়না। তাই কারো খারাপ আচরণে মন খারাপ করবেননা। নিজের সম্মান বজায় রেখে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G