সহিংসতা বন্ধে মৃত্যুদণ্ডের আইন আসছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

suronjitসহিংসতা বন্ধে অবিলম্বে কঠোর আইন আসছে  বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড ও যাবৎ জীবন পর্যন্ত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধ একাডেমী কর্তৃক আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। আইনটি নিয়ে পর্যালোচনা চলছে। অচিরেই এই আইন বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া পরীক্ষার সময় হরতাল দিয়ে ছাত্র সমাজকে প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়ে তিনি ছাত্র সমাজের কাছে ঘৃণিত হয়েছেন।

খালেদা জিয়া সন্ত্রাসে জয়ী হয়ে রাজনীতিতে চিরতরে পরাজিত হয়েছেন। যদি তিনি সন্ত্রাস ও সহিংসতার দায় স্বীকার করে নেন তাহলে তার (খালেদা) সঙ্গে আলোচনা হতে পারে বলেও জানান সুরঞ্জিত।

সংগঠনের সহ-সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী। সংগঠনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/মারুফা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G