সাঁতার কেটে গাড়ি পৌছবে গন্তব্যে
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
সুইস গাড়ি নির্মাতা কোম্পানি রিনস্পিড এমন এক গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে বিশ্ববাসীকে যা মাটিতে চলে আবার পানিতেও সাঁতার কাটে
‘এস্কুবা’ নামে এ গাড়িটা দেখতে যেমন বেশ, তেমনি কাজেও বেশ। এর বিশেষত্ব হচ্ছে, এটি মাটিতে যেমন চলে, তেমনি পানিতেও চলে সমান তালে। তা-ও আবার চালক ছাড়া। কেবল গাড়ি মালিকের নির্দেশনা মতো। টানা ৩০ বছর ঘাম ঝরানো পরিশ্রম আর মেধা তৈরি হয়েছে গাড়িটি। এতে খরচ পড়েছে ১৫ লাখ মার্কিন ডলার, যা সাড়ে ১১ কোটি টাকার সমান।
১৯৭৭ সালে জেমস বন্ড সিরিজের সিনেমা দ্য স্পাই হু লাভড মি দেখে এমন একটি গাড়ি তৈরির কথা মাথায় আসে রিনস্পিডের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী কর্মকর্তা ফ্রাঙ্ক এম রিন্ডার্ক নেচটের। আর যেমন ভাবনা তেমন কাজ করেই তিনি আবিস্কার করেছেন এ গাড়িটি।
প্রতিক্ষণ/এডি/জয়