সাংবাদিকদের ‘ছন্নছাড়া’ বললেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ১০০ কর্মদিবস পূর্তি উপলক্ষে এক সমাবেশে সংবাদমাধ্যমকে একহাত নিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হ্যারিসবার্গ শহরে অনুষ্ঠিত ওই সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘ছন্নছাড়া’ কিছু সাংবাদিকের ‘ভুয়া খবর’ সত্ত্বেও তিনি একটার পর একটা প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন।
সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, তাঁর ১০০ দিবস পূর্তি উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যম যে কভারেজ দিয়েছে, তার জন্য তাদের ‘একটি বড়, মোটা, ব্যর্থতার মান’ দেওয়া উচিত।
‘হলিউড অভিনেতা ও ওয়াশিংটনের সংবাদমাধ্যমগুলো হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাওয়া সংবাদদাতাদের নৈশভোজে নিজেদের সান্ত্বনা দেবে। কারণ, সেটি খুব বিরক্তিকর’, উল্লেখ করেন ট্রাম্প।
এর আগে হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদদাতাদের নৈশভোজে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছিলেন ট্রাম্প। ১৯৮১ সালেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল সংবাদদাতাদের নৈশভোজ। আততায়ীর গুলিতে আহত থাকার কারণে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সে সময় নৈশভোজে উপস্থিত থাকতে পারেননি।
সমাবেশে নির্বাচনের আগে করা বিভিন্ন প্রতিশ্রুতির কথা স্মরণ করে ট্রাম্প বলেন, ক্ষমতায় বসার পর প্রথম ১০০ দিন খুব রোমাঞ্চকর ও ফলদায়ক ছিল।
এ সময় নিজের প্রতিদিনের একটি কার্যতালিকাও বলেন ট্রাম্প। তিনি বলেন, প্রতিদিন তিনি ‘চুরি হয়ে যাওয়া চাকরি’ যুক্তরাষ্ট্রবাসীর কাছে ফিরিয়ে দেওয়া, শক্তির উৎস অনুসন্ধানের ওপর বাধ্যবাধকতা কমিয়ে আনা, কয়লার জন্য কথিত যুদ্ধ শেষ করা ও ‘ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ’ চুক্তির মতো যেসব চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না, সেগুলোর বাতিল করা নিয়েই ব্যস্ত থাকেন।
প্রতিক্ষণ/এডি/রন