সাংবাদিকের উপর চাপাতি হামলা

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৫ সময়ঃ ৯:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sabbir-picরাজধানীর আদাবরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন স্টেশন এটিএন নিউজের এক সংবাদকর্মী। তার নাম সাব্বির আহমেদ (২৫)।

সোমরার রাতে হামলাকারীরা আকস্মিকভাবে চাপাতি নিয়ে তার উপর চড়াও হয়েছিল বলে জানান তিনি। এটিএন নিউজের রিপোর্টার সাব্বির বলেন, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে হামলার মুখে পড়েন তিনি।

“তিন যুবক আমাকে ঘিরে ধরে কোনো কথা না বলেই গলায় চাপাতি দিয়ে আঘাত করে। আমি চিৎকার করে ধাক্কা দিয়ে তাদের সরিয়ে দিই।”

সাব্বিরের চিৎকারে আশপাশের মানুষ সচকিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা সাব্বিরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। গলায় দুটি সেলাই লেগেছে তার, আঙুলও কেটেছিল। চিকিৎসা নিয়ে রাতেই বাসায় ফিরেছেন সাব্বির।

হামলার কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি সাব্বির। হামলাকারীরা তার কাছ থেকে কিছু ছিনিয়েও নেয়নি।

সাংবাদিকের উপর হামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আদাবর থানার উপ-পরিদর্শক ইদ্রিসুর রহমান বলেন, “সাব্বির ভাই ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। ওসি স্যার নিজে তাকে দেখতে গিয়েছেন।”

ওই ঘটনায় সাব্বির আদাবর থানায় লিখিত কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G