সাংবাদিক নেতাদের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ১০:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

unnamed (1)বাংলাদেশ দূতাবাসে খোলা হচ্ছে বহু কাঙ্ক্ষিত প্রেস উইং। বাংলাদেশ থেকে স্থায়ীভাবে কর্মকর্তা নিয়োগ দেয়ার আগ পর্যন্ত স্থানীয় একজন দক্ষ প্রবাসীকে অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে কার্যক্রম চালানো হবে।

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশিরের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে প্রসাফের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত আরও বলেন, দূতাবাসে প্রেস উইং স্থাপনের বিষয়টি অনেক আগে থেকেই সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সরকার চাইছে লন্ডনসহ অন্যান্য দেশের মতো রিয়াদ দূতাবাসের প্রেস উইং-এ একজন পেশাদার সাংবাদিককে নিয়োগ দিতে। কিন্তু সৌদি আরবে আরবি ভাষা বাধ্যতামূলক থাকায় লোক নির্বাচনের ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে যতো দ্রুত সম্ভব আবারো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে সাংবাদিকদের আশ্বাস দেন রাষ্ট্রদূত গোলাম মসিহ।

দীর্ঘ আলাপচারিতায় রাষ্ট্রদূত এবং সাংবাদিক নেতাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G